Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২১

পটুয়াখালীর দুমকিতে যন্ত্রের সাহায্যে মুগডালের বীজ বপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-01-11

 


বারির বীজ বপন যন্ত্রের সাহায্যে মুগডাল ও ফেলনের বীজ বপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ ৮ জানুয়ারি পটুয়াখালীর দুমকি উপজেলার জামলায় অনুষ্ঠিত হয়। বিএআরআই সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পরিচালক (গবেষণা)  ড. মো. মিয়ারুদ্দীন।  তিনি বলেন, পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। কাজও হবে ত্বরান্বিত। তাই ফসলের উৎপাদন বাড়ানো দরকার। এ জন্য প্রয়োজন আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ। আর তা ব্যবহারের মাধ্যমে সবার সুখ-সমৃদ্ধ আসবে। হবে এসডিজি অর্জন। 

 

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক হৃদয়েশ^র দত্ত। 


বৈজ্ঞানিক কর্মতকর্তা ড. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সালেহ উদ্দিন, আরএআরএ’র সদর দপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. দেলোয়ার হোসের চৌধুরী প্রমুখ। 


অনুষ্ঠানে ভাসমান কৃষির প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. গোলাম কিবরিয়া, পিএসও ড. মো. আলিমুর রহমান, উপজেলা কৃষি অফিসার মেহের মালিকা, বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. মাইনুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করেন।